পেছানো হতে পারে বই উৎসব

- আপডেট সময় : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ২০০৩ বার পড়া হয়েছে
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিলম্ব হতে পারে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বই দিবসের অনুষ্ঠান। রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির সুযোগ শিক্ষার মান উন্নয়নে যুগান্তকারি পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর ভর্তি ইস্যুত সরকারি সিদ্ধান্ত মানলে শিক্ষা প্রতিষ্ঠানের এমিও সুবিধা বাতিলের হুশিয়ারি দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
প্রতিবছর ১ জানুয়ারি দেশজুড়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর তাই বছরের শুরুতেই নতুন বই হাতে পাবার অপেক্ষায় থাকে দেশের কোটি কোটি শিক্ষার্থী। তবে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সময় দেশজুড়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করবে কমিশন। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের বহুল প্রতিক্ষীত বই উৎসব এবার পেছাতে পারে বলে জানালেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে উপযোগী মেধা ভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের ভর্তি ও কারিকুলামে পরিবতর্ন এনেছে সরকার। এর আগে ভর্তি ইস্যুতে শিক্ষামন্ত্রণালয়ের দেয়া সিদ্ধান্ত না মানলে এমপিও সুবিধা প্রত্যাহারের হুশিয়ারি দেন শিক্ষা উপমন্ত্রী। এদিকে নতুন কারিকুলাম ও লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও অভিবাবকরা।