পেনসিলভেনিয়ায় নির্বাচনি প্রচার চালিয়েছেন ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়ায় নির্বাচনি প্রচার চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার এরি শহরে সমাবেশ করেন তিনি। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, পেনসিলভানিয়ায় জিততে পারলে নির্বাচনেই জিতে যাবেন তিনি। ২০১২ সালের নির্বাচনে এই অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে ছিলেন ওবামা আর ২০১৬ সালে ২ পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প। এদিকে, বৃহস্পতিবার টেনেসির ন্যাশভিলে শেষ নির্বাচনি বিতর্কের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।