পেশাগত দায়িত্ব পালনে কিছু মানুষের নেই ঈদ-ছুটি
- আপডেট সময় : ১০:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
সবাই ঈদ আনন্দে মাতোয়ারা থাকলেও পেশাগত দায়িত্ব পালনে কিছু মানুষের নেই ঈদ-ছুটি। উৎসবের দিনে তারা আপনজনদের সান্নিধ্য পান না। ব্যস্ত সময় কাটান কর্মস্থলে। ঈদের দিনে কর্মব্যস্ত মানুষের কথা জানাচ্ছেন রিফাত শিশির। পবিত্র ঈদুল আজহার ভোর থেকেই বৃষ্টির চোখ রাঙানি। নিশ্চুপ-নিথর নগরীর ভেজা রাস্তায় নেই তেমন পথচারীও। হঠাৎ দু’একটি গণপরিবহন ছুটে চললেও দেখা মেলে না যাত্রীর। তার মাঝেও বৃষ্টিকে উপেক্ষা করে, ঈদ আনন্দ বিসর্জন দিয়ে, দায়িত্ব পালনে ছুটে চলেছেন কিছু কর্মজীবী মানুষ।
অপরাধ নিয়ন্ত্রণ ও সড়কে নিরাপত্তা দিতে রাস্তায় রয়েছে আইন-শৃংখলা বাহিনী। ওদিকে রোগীর তেমন চাপ না থাকলেও হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্ব পালন করছেন কিছু নার্স আর চিকিৎসক।
ঈদের মাঝেও রাজধানীর বিভিন্ন স্থানে তৎপর বিভিন্ন অফিস ও ব্যাংকের নিরাপত্তা প্রহরী। কর্মকে ধর্ম মনে করে ঈদের দিনেও আছেন অফিস ইউনিফর্মে।
সবাই যখন ঈদের আনন্দ উদযাপনে ব্যস্ত, তখন সংবাদকর্মীরা ব্যস্ত চারদিকে চোখ-কান খোলা রেখে। দেশ-বিদেশে ধনী-গরীবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঈদ উদযাপনের চিত্র, ঘটে যাওয়া ঘটনা-দুর্ঘটনা আর ঘটনার আদি-অন্ত শ্রোতা-দর্শকের কাছে পৌঁছে দিতে নিজেদের আনন্দকে বলি দেন সাংবাদিকরা।
পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে না পারলেও মানুষের সেবায় নিয়োজিত থেকেই আনন্দের কথা জানান তারা।