পোনা সংকটে পড়েছে বাগেরহাটের চিংড়ি চাষীরা
- আপডেট সময় : ০৩:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
হ্যাচারীতে উৎপাদন ব্যাহত, প্রাকৃতিক উৎস থেকে আহরণ নিষিদ্ধ ও পরিবহন ব্যবস্থা অচল থাকায় পোনা সংকটে পড়েছে বাগেরহাটের চিংড়ি চাষীরা। মৌসুমের শুরুতেই হোচট খাওয়ায় এবার আশানুরূপ উৎপাদন ও রপ্তানী করতে পারবেন না চাষীরা। তবে মৎস্য বিভাগ বলছে, অল্পদিনের মধ্যে পোনা সংকটের সমাধান হবে।
চৈত্র মাসের প্রথমদিকে ঘেরে পোনা ছাড়া শুরু হয়। কিন্তু, এবছর করোনার কারণে সময়মতো ছাড়তে পারেনি চাষীরা। মৌসুমের শেষ পর্যায়ে এসে অতিরিক্ত দামে পোনা ছাড়তে হচ্ছে। তাও চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা দিতে পারছেন না। দক্ষিন-পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় আড়ৎ বাগেরহাটের ফয়লাহাট বাজার। প্রতিবছর এই বাজারে প্রায় তিনশ’ কোটি বাগদা ও গলদা পোনা বিক্রি হয়। কিন্তু এবার এক কোটিতেই পৌঁছেনি।
সংকটের কারণে চিংড়ি চাষীরা ঘেরে চাহিদা অনুযায়ী পোনা ছাড়তে পারছে না। দুই-তিন সপ্তাহের মধ্যে পোনা সংকটের সমাধান হবে বলে আশা করেন, এই কর্মকর্তা। বাগেরহাটে ৬৬ হাজার ৭’শ ১৩ হেক্টর জমিতে ৭৮ হাজার ৬’শ ৮৫টি বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে।