পোস্টিং থাকলেও সেবা দিতে উপ-স্বাস্থ্য কেন্দ্রে দেখা মেলে না চিকিৎসকদের
- আপডেট সময় : ০৫:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পোস্টিং থাকলেও সেবা দিতে উপ-স্বাস্থ্য কেন্দ্রে দেখা মেলে না চিকিৎসকদের। বছরে বছরে পদবি বাড়লেও তাদের চেনেন না ওই কেন্দ্রের অন্যান্য কর্মকর্তারাও। ফলে ঝিনাইদহের ১৩টি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবা থেকে বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষ। গ্রাম থেকে সেবা নিতে ছুটতে হয় উপজেলা ও জেলা হাসপাতালে। চিকিৎসকদের নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থেকে সেবা দেয়ার দাবি স্থানীয়দের।
জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে অবস্থিত শৈলকুপার আবাইপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র। ২০১৯ সালে উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন বিসিএস চিকিৎসকের পদায়ন হলেও তাকে কখনোই সেবা দিতে দেখা যায়নি। শুধু তিনিই নন, এখন পর্যন্ত দেখা মেলেনি সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারেরও। একজন অফিস সহায়ক দিচ্ছেন স্বাস্থ্য সেবা।
একইভাবে ৩৫ কিলোমিটার দুরের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন। সেখানে পরিবার কল্যাণ কেন্দ্রের দুটি রুমে চলে উপ-স্বাস্থ্য কেন্দের কাজ। একজন বিসিএস চিকিৎসক নিয়োগ থাকলেও চেনেন না ওই কেন্দ্রেরই অন্য কর্মকর্তারা। লোকবলের অভাবে বন্ধ হয়ে গেছে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে। দিনের পর দিন এভাবেই চলছে গ্রামের মানুষদের স্বাস্থ্য সেবা।
চিকিৎসক না আসায় সেবা দিতে সমস্যায় পড়তে হয় সংশ্লিষ্টদের।
স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা পরিস্থিতিতেই এ সমস্যা। জানালেন, সমাধানে নেয়া হবে ব্যবস্থা
তথ্য মতে, জেলার ৫ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন সেবা নিতে আসেন প্রায় ১৫’শ মানুষ।