পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে
- আপডেট সময় : ০২:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নির্বাচন প্রমাণ করেছে, সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে আর বিপরীতে বিএনপির প্রতি জন আস্থার পারদ ক্রমশ কমছে- বলে মত দেন তিনি ।
সরকারি বাসভবনে সকালে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২৮ ডিসেম্বর, দেশব্যাপি স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ব্যাপক জয় , শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।
মনগড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসায় বিএনপিকেও ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপির যে মিথ্যা অভিযোগ তা আজ অসারতা প্রমাণিত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দেশকে মাঝপথে থামিয়ে দেওয়ার কোন অপশক্তি কিংবা অপকৌশল আর কাজে আসবে না।