পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আফসার হোসেন সিকদার নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।
নিহতের ছেলে জানান, তার পিতা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দারের পক্ষে কাজ করছিলেন। পরে তার পক্ষ ত্যাগ করে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষে কাজ করায় আফসারকে হত্যার হুমকি দেয়া হয়। এর জের ধরে রবিবার দুপুর দেড়টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর শহরের সামনে প্রতিপক্ষের লোকজন ইট দিয়ে আফসারের মাথায় আঘাত করে। এতে সে অচেতন হয়ে পড়লে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।