পৌর নির্বাচনেও পুলিশী সহযোগিতায় আ’লীগ ভোটকেন্দ্র দখল করেছে : অভিযোগ বিএনপি’র
- আপডেট সময় : ০৮:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পৌর নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহযোগিতায় গায়ের জোরে ভোটকেন্দ্র দখল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও সরকারি দল ভোট ডাকাতি করেছে। অন্যদিকে বিএনপি’র আরেক নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, রাজনীতির এই দুর্বৃত্তায়ন থেকে পরিত্রাণ পেতে রাজপথে গণ-আন্দোলনের কোনো বিকল্প নেই। অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে জনগণকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহবান জানান ২০ দলীয় জোট নেতারা। ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির আয়োজনে বিএনপির গুলশান কার্যালয়ে এই সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে পৌর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য- ড. খন্দকার মোশাররফ বলেন, সরকারের ভোট জালিয়াতি সম্পর্কে আওয়ামী লীগের নেতারাও এখন মুখ খুলতে শুরু করেছে।
অন্যদিকে দোয়া মহফিলে অংশ নিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, এই সরকারের আমলে দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়ে গেছে। ভোটারদের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের বিকল্প নেই।
এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতারা বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ২০২১ সালের মধ্যেই ভোট-ডাকাত, দখলদার সরকারকে বিদায় করা সম্ভব।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পুরো বছর জুড়ে পালন করার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।