পৌষের শুরুতেই ঢাকাসহ সারাদেশে হঠাৎ জেঁকে বসেছে শীত
- আপডেট সময় : ০৮:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৫ বার পড়া হয়েছে
পৌষের শুরুতেই রাজধানী ঢাকাসহ সারাদেশে হঠাৎ জেঁকে বসেছে শীত। গত দু’দিন ধরে সূর্য্যহীন মেঘাচ্ছন্ন আকাশ, আর কুয়াশার আর্দ্রতায় হিমশিম অবস্থা জনজীবনে। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষ ছুটছে গরম কাপড়ের সন্ধানে। ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণী বিতানের শীত-পোশাকের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভীড়। তবে ক্রেতাদের অভিযোগ- এই সুযোগে গরম কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে দোকানীরা। আর বিক্রেতারা বলছেন, স্বাভাবিক পর্যায়েই রয়েছে দাম।
পৌষের শুরুতেই ঢাকাসহ সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। গত দু’দিন ধরেই দেখা নেই সূর্য্যের। মেঘাচ্ছন্ন আকাশ, উত্তরের কনকনে হাওয়া আর কুয়াশার আর্দ্রতায় হিমশিম অবস্থা সবখানে। তাই শীতে জবুথবু মানুষগুলো ছুটছেন গরম কাপড়ের সন্ধানে। ফলে রাজধানীর ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলগুলোতেও শীতবস্ত্রের বেচাকেনা জমে উঠেছে।
ঢাকার ফুটপাত এখন শীতবস্ত্রের দখলে। গুলিস্তান, মতিঝিল, পল্টন, মালিবাগ, মৌচাক, ফার্মগেট, নিউমার্কেটসহ সব এলাকার দোকানীরা সোয়েটার, কম্বল, লং জ্যাকেট, শর্ট জ্যাকেট, ব্লেজারসহ গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন। বেচাকেনাও বেড়েছে কয়েকগুণ। ফুটপাতে ভিড় করা ক্রেতারা বলছেন, শীতের শুরুতে কেনা হালকা পোশাক এমন তীব্র শীতে কাজে লাগছে না। তাই তারা আবার ছুটছেন ভারী পোশাকের সন্ধানে।
শৈত্যপ্রবাহের সুযোগ নিয়ে হকাররাও শীতের পোশাকের দাম হাঁকাচ্ছেন দ্বিগুণ। তবে বিক্রেতারা বলছেন, বর্তমানে শীতের কাপড়ের চাহিদা অনেক বেশি। তাই গত কয়েকদিন ধরে দাম একটু বেশি বলে স্বীকার করেন অনেক বিক্রেতাই। শীত বাড়লে জানুয়ারি মাস জুড়েই বেচাকেনা আরো বাড়বে বলেও জানান ব্যবসায়ীরা।