প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় দুঃখ প্রকাশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সকালে শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামি স্মৃতিতে, তাঁর জন্মশতবর্ষ উৎসর্গের জন্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের মুক্তিযুদ্ধ এবং আমি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান তিনি একথা জানান। এসময় তিনি বলেন, ভুলের দায় তারা এড়াতে পারেন না। তবে ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। আগামীতে তালিকা প্রকাশের আগে যাচাই-বাছাই করে প্রকাশ করার কথাও বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পাওয়া গেছে, হুবহু প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ৭১ এর নথিগুলোই দিয়েছে বলেও জানান তিনি।