প্রকাশ্যে ঘুরছেন লক্ষ্মীপুরের ইউপি চেয়ারম্যান জিকু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এসএটিভির সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী চেয়ারম্যান হাওলাদার নূরে আলম জিকু সহ ৪ জনকে এখনো গ্রেফতার করা হয়নি। এলাকায় তাদের প্রকাশ্যে ঘোরা ফেরা করতে দেখা গেছে।
ঘটনার দুই দিন পার হতে চললেও এখনো মামলার আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে এ মামলার ন্যায় বিচার নিয়ে সংশয় ও আতংক দেখা দিয়েছে। সরজমিন দেখা গেছে, সাংবাদিকদের উপর হামলাকারীরা আওয়ামী লীগের কতিপয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বীরদর্পে এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ প্রশাসনের নীরবতায় আসামীরা এখন আগের চেয়ে আরো বেপরোয়া। এ নিয়ে রায়পুরে সুশীল সমাজের প্রতিণিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।