প্রচণ্ড গরমে দিনে রাজধানীর মার্কেটগুলো ক্রেতাশূন্য
- আপডেট সময় : ০৮:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
রমজানের শেষ দিকে এসেও ক্রেতা শূণ্য রাজধানীর অনেক বিপণীবিতান। দিনের বেলায় দোকানগুলো সুনসান থাকে। তবে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। তবে দাম নিয়ে ক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেশের সার্বিক অবস্থা ও দাম বৃদ্ধির কারণে মার্কেটে ক্রেতা কম বলে জানান বিক্রেতারা।
ঈদ ঘনিয়ে আসছে। ২৬ রোজা শেষ। কিন্তু মার্কেটে ্ক্রেতার উপস্থিতি খুবই কম। অথচ বিপনী বিতানের দোকানে দোকানে শোভা পাচ্ছে দেশি-বিদেশি নানা রং-বেরঙের পোশাক।
তীব্র গরমে দিনের বেলায় মার্কেটে ক্রেতার উপস্থিতি খুবই কম। তবে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের সমাগম বাড়ে। পোশাকে সবসময় উৎসবের রঙ খোঁজেন ক্রেতারা। সেই বিষয় মাথায় রেখে বরাবরের মতো এবারও বাহারি ডিজাইনের দেশি-বিদেশি পোশাকের পসরা প্রতিটি দোকানে। তবে তুলনামূলক এবার দাম নিয়ে দেখা মিলেছে মিশ্র প্রতিক্রিয়ার।
তবে, পোশাক, প্রসাধনী পর পছন্দের জুতার খোঁজে দোকানগুলোতে দেখে মেলে ক্রেতাদের। নানান ব্রান্ডের জুতা দামে সাশ্রয়ী হওয়ায় ক্রেতারাও কিনছেন স্বাচ্ছন্দ্যে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে এবারে রোজার শেষ দিকেও বেচা কেনার তেমন হচ্ছে না বলে জানান বিক্রেতারা। সরকারি ছুটি শুরু হওয়ায় বুধবার থেকে বিপনীবিতানেঈদের কেনাকাটা বাড়বে বলে আশা বিক্রেতাদের।