প্রচন্ড ঠান্ডায় কিছুটা হলেও থমকে গেছে জনজীবন
- আপডেট সময় : ০৪:১৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
প্রচন্ড ঠান্ডায় কিছুটা হলেও থমকে গেছে রাজধানীর জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহের কারণে, কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ । আর খেটে খাওয়া মানুষ শীতের কারণে কাজ করছেন কষ্ট করে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিরতি দিয়ে ২৫ ডিসেম্বরের পর নতুন করে শৈত্যপ্রবাহ আসবে। তবে তীব্র শীতের সম্ভাবনা আছে জানুয়ারিতে।
স্থবির হাতিরঝিলের নৌ চলাচল, মানুষের চলাচলেও ঘটেছে ছন্দ পতন। কাক আর শালিকের উড়াওড়ি বন্ধ। এডাল থেকে ওডালে গিয়ে শীতের তীব্রতা হয়তো বোঝাতে চাইছে কা–কা করে। কিন্তু খেটে খাওয়া মানুষের বিরাম নেই। এগিয়ে চলতেই হবে জীবিকার টানে।
শীতের কারণে বিক্রেতাদের কষ্টটাও অন্য সময়ের তুলনায় বেশি। কমলাপুর রেলস্টেশনের পাশে খোলা আকাশের নিচে যাদের জীবন কাটে; ঠান্ডা বাড়লে তাদের বুকে কাপুনি ধরে। রাত দিন আগুন জ্বালিয়ে কিছুটা উষ্ণতা নেয়ার চেষ্টা করেন।হাড় কাপানো শীতও অনেকের কাছে আরাধ্য। যেমন এই পরিবারের সদস্যদের শীতই বাড়তি আনন্দের উপলক্ষ্য তৈরি করে। আবহাওয়া অফিস জানান, ঢাকায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামি মাঝারী শৈত্য প্রবাহে জানুয়ারিতে শীতের প্রকোপ আরো বাড়বে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশীদ।