প্রচারণায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত ও ১ জন গুলিবিদ্ধ
- আপডেট সময় : ১২:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত ও ১ জন গুলিবিদ্ধ।
শনিবার রাতে উপজেলার নওমালা কলেজ সড়ক এলাকায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বিশ্বাসের নৌকার সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাদা হাওলাদারের স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়েছে এবং সজিব নামে একজন গুলিবিদ্ধ হয়। পুলিশ জানায়, গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেন। তবে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোঁড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, শরীয়তপুর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের কার্যালয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।