প্রচার-প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন
- আপডেট সময় : ০৫:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৮১৪ বার পড়া হয়েছে
প্রচার-প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন। দিন-রাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের সমর্থন পেতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে নগরের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। এদিকে, কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রচারণার গতি বাড়াচ্ছেন প্রার্থীরা। শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে বিরামহীন ছুটে চলেন তারা।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সদ্য বিদায়ী মেয়র, টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু সকালে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় নগরীতে উন্নয়নের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিরও প্রতিশ্রুতি দেন তিনি।
অপরদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি, ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম নগরীতে গণসংযোগ করে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।
ময়মনসিংহ সিটির ৩৩টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ইভিএমে ভোটগ্রহণ হবে।
এদিকে কুমিল্লা সিটির মেয়র নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ সুজানগর এলাকা থেকে গণসংযোগে নামেন বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার সূচনা। এসময় তিনি এলাকার নিম্ন আয়ের মানুষের সাথে কুশলাদি বিনিময় করে বাস প্রতীকে ভোট চান।
নগরীর ২ নম্বর ওয়ার্ডের মফিজাবাদ কলোনী এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি’র বহিস্কৃত নেতা ও সাবেক মেয়র- টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু।
নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ঘোড়া প্রতীকের আরেক বহিস্কৃত বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ হবে।