প্রচার প্রচারণায় মেতে ওঠেছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা
- আপডেট সময় : ০১:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
প্রতীক পেয়েই প্রচার প্রচারণায় মেতে ওঠেছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে নির্বাচন কমিশন।
সকাল থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র জায়েদা খাতুন, সরকার শাহনূর ইসলাম ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমানসহ মোট ৮ জন মেয়র পদে লড়ছেন। এরমধ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।গাজীপুর সিটিতে মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৭৮ হাজার ৪৬০জন। ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩৯ জন, সংরক্ষিত ১৯টি নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটকেন্দ্র ৪৮০টি।