প্রতারণার অভিযোগে ই-ভ্যালির সিইও রাসেল সস্ত্রীক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান- ইভ্যালি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে রেব। বিকেল পাঁচটার দিকে ঢাকার মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, বিকেল ৪টায় ওই বাড়ীতে অভিযান ও তল্লাশী চালায় রেব। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বুধবার গভীর রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বাদী আরিফ বাকের জানান, ইভ্যালির কাছে ৩ লাখ ১০ হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েও দীর্ঘ সময়ে তিনি কোনো পণ্য সরবরাহ পাননি। পরে গত ৯ সেপ্টেম্বর দুই বন্ধুকে নিয়ে আরিফ ধানমন্ডির ১৪ নম্বর রোডে ইভ্যালির অফিসে যান ও প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা রাসেলের সঙ্গে দেখা করতে চাইলে তাঁরা বাধার শিকার হন। মামলায় বাদী আরো উল্লেখ করেন, ইভ্যালি পণ্য বিক্রির নামে নানা প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর মতো অসংখ্য গ্রাহকের ৭/৮শ’ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।