প্রতিদিনই করোনা আক্রান্তে নতুন রেকর্ড করছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে ।প্রায় প্রতিদিনই আক্রান্তে নতুন রেকর্ড করছে দেশটি।
গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৯৫ জন মানুষের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৯ লাখ ৬৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলো।এ ছাড়া একদিনে ৬০৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছেন ২৪ হাজার ৯১৫ জন। এখন পর্যন্ত ভারতে ৬ লাখ এক হাজার করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১৩০ কোটি মানুষের দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।