প্রতিদিন বৈধ-অবৈধ পথে ভারত থেকে ঢুকছে অনেক মানুষ
- আপডেট সময় : ০৭:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
Coronavirus in China. Novel coronavirus (2019-nCoV), people in white medical face mask. Concept of coronavirus quarantine vector illustration. Seamless pattern.
করোনা পরিস্থিতি ক্রমেই ঝুঁকির মুখে যাচ্ছে ভারত সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া। প্রতিদিন বৈধ-অবৈধ পথে ভারত থেকে ঢুকছে অনেক মানুষ। এদিকে, করোনা প্রতিরোধে রাঙামাটিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জনসচেতনতায় জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে নানা প্রচারণা। ওদিকে, ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা মানছে না বগুড়ায় বিদেশ ফেরত অনেকেই।
গেল ১ মার্চ থেকে ৭৬ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হলেও কুষ্টিয়ার ৬ উপজেলায় স্বাস্থ্য বিভাগের কোনো নজরদারি না থাকায় এখনও ইচ্ছেমত যেখানে-সেখানে ঘোরাঘুরি করছেন বিদেশ ফেরতরা। এছাড়া হাসপাতাল ও জনসমাগম এলাকায় স্ক্যানার স্থাপন এবং করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় আতংকিত হয়ে পড়েছে স্থানীয়রা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক।
পরিস্থিতি মোকাবেলায় কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতাল প্রস্তুত আছে জানালেন মেডিকেল অফিসার।
পার্বত্য জেলা রাঙামাটিতে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে নিতে মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন।
করোনা মোকাবেলায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।
বগুড়ায় করোনা প্রতিরোধে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। তবে বেশির ভাগই মানছে না সরকারের নির্দেশনা।
পুলিশের পক্ষে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়েছে বগুড়ার পুলিশ সুপার। আর জেলা প্রশাসনের পক্ষে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।
মানিকগঞ্জে নতুন করে ৬৭ জন সহ ৪৪০ জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছেড়ে দেয়া হয়েছে ৩১ জনকে।
কুষ্টিয়ায় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ সরকারী নির্দেশনা অনুযায়ী ৭৬ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
সাতক্ষীরার আরো নতুন ৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ঝালকাঠিতে বিদেশ ফেরত ৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ময়মনসিংহে করোনাভাইরাস সন্দেহে নতুন করে বিদেশ ফেরত আরো ৮৬ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মোট ৩০৯ জনকে।
গাইবান্ধায় করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও লিফলেট বিতরন করা হয়েছে। সকালে আলোচনা শেষে এতিম শিশুদের মাঝে খাবার ও লিফলেট বিতরন করা হয়।
ঝিনাইদহে করোনা প্রতিরোধে ইজিবাইক চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহে করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহনে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে ৩৭১ জন, কুমিল্লায় ২৬৮ জন, দিনাজপুরে ৩৫ জন, ফেনীতে ৮৩ জন,
কুড়িগ্রামে ৯৭ জন, মৌলভীবাজারে ১১২জন, মুন্সীগঞ্জে ৫১৮ জন, গোপালগঞ্জে ১২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।