প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে নৃশংসভাবে হত্যা করেছে বাবা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
কুমিল্লায় সম্পত্তির লালসায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে নৃশংসভাবে হত্যা করেছে বাবা।
গেল ২ অক্টোবর ভোরে বাড়ির পাশের পুকুরে মরদেহ পরে থাকতে দেখে চান্দিনা থানা পুলিশকে খবর দেয় প্রতিবেশিরা। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। নিহত সালমার গলায়, কাঁধে, পেটে, পায়ে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পাওয়া যায়। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে জিয়াউল হক জিকু নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় পুলিশ শুক্কুর নামের একজনকে আটক করেছে।
রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি অটোরিকশা চালক হতে পারেন। দৌড়ে পালাতে গিয়ে ড্রেনে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতে পারে তার।