প্রতিপক্ষের হামলায় মুন্সিগঞ্জে নৌকা সমর্থক নিহত
- আপডেট সময় : ১১:৩৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ১৮৩০ বার পড়া হয়েছে
ভোটের সকালে মুন্সিগঞ্জ-৩ আসনের মিরকাদিমে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে নৌকার সমর্থক ঝিল্লুর। চট্টগ্রামের মহিউদ্দিন বাচ্চু ও মনজুর আলমের সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া দেশের অন্য এলাকার সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক।
মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকা সর্মথক জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সর্মথকদের বিরুদ্ধে। সকালে সদর উপজেলার মিরকাদিমে এই হত্যাকান্ড ঘটে। পরিস্থিতি মোকাবিলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মনজুর আলমের সমর্থকদের মাঝে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হন একজন। স্থানীয়রা জানান, পাহাড়তলী কেন্দ্র থেকে মঞ্জুরের এজেন্টদের বের করে দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় মঞ্জুর আলমের লোকজন বাধা দিলে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এসময় মঞ্জুর আলমের এক কর্মী গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম-১২ আসনের ৫০টি কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী।
ফরিদপুর-৩ আসনের অনেক কেন্দ্র থেকে ঈগল প্রতীকের প্রার্থীর এজেন্টেদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গছে। অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। এছাড়া আরেকটি কেন্দ্রে গেলে তাঁকে ঘেরাও করেন নৌকার সমর্থক নেতাকর্মীরা।
যশোর-৫ আসনে ঈগল প্রতীকের এক কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে। কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দা দিয়ে কুপিয়ে হাত কেটে নেয়া হয় নৌকা সমর্থক হাবিবসহ ৫-৬ জনের।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ট্রাক প্রতীক ও নৌকা প্রতীকের পোলিং এজেন্টদের মধ্যে বাকবিতন্ডায় সংঘর্ষ হয়।এতে মহিলা আনসার সদস্যসহ ৮ জন আহত হয়েছে। ৩০ মিনিট বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো ভোটগ্রহণ শুরু হয়।
গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ি উপজেলার রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ব্যালট বক্স ভাঙচুর চালিয়েছে জামায়াত-বিএনপির কর্মীরা। এ ঘটনায় ওই কেন্দ্রে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
নারায়ণগঞ্জ ২-আসন আড়াইহাজারে নৌকা ও লাঙ্গলের সমর্থকদের মধ্যে দুই কেন্দ্র সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১২ জন। দুপুরে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুঁড়লে দুইজন গুলিবিদ্ধ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুটি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।