প্রতিবারই বিএনপিকে টেনেহিঁচড়ে ক্ষমতাচ্যুত করেছে জনগণ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিবারই তাদের টেনেহিঁচড়ে ক্ষমতাচ্যুত করেছে জনগণ। সরকারবিরোধীদের রাজপথে মোকাবিলা করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ঢাকা ও রাঙ্গামাটিতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনে ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম-হানিফ হুঁশিয়ারি দেন, বিএনপিকে আর ছাড় দেয়া হবে না।
বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে রাজধানীর ডিপ্লোমা ইনিস্টিটিউট মিলনায়তনে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
সমসাময়িক ইস্যু নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনাও করেন দলের এই শীর্ষ নেতারা।