প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
খুলনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পিটিয়ে জখমের অভিযোগে কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক যুবক গ্রেফতার হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম দোহা জানান, ভোরে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেন রেব সদস্যরা। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।এর আগে গত ১৮ জুলাই বাহারুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পেটানোর অভিযোগে মামলা হয়।বাহারুল ইসলাম কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এদিকে, গেলো রাতে সদর উপজেলার শ্যামনগর থেকে সজল মিয়াকে গ্রেফতার করা হয়।
রেব জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে সুমন হোসেনের সাথে সজলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র ও গুলি দিয়ে সুমনকে ফাঁসানোর চেষ্টা করলে সজলকে আটক করে রেব। উদ্ধার করা হয় ১ টি দেশীয় ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি।