ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের জন্য : খালিদ মাহমুদ চৌধুরী
- আপডেট সময় : ০৩:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ধর্ম মানুষকে একটি শৃঙ্খলিত জীবন যাপন করতে সহায়তা করে।ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম। এ ধর্মে অশান্তির কোন স্থান নেই। কিন্তু ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের জন্য।
সকালে দিনাজপুরের বিরল উপজেলায় ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন আলফালাহ মডেল মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে একথা বলেন।এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, ইসলাম ধর্মে বিদ্বেষী ভাবের কোন স্থান নেই। সারা বিশ্বে মুসলমানরা আজ চরম সংকটে আছে।
গাজায় নির্বিচারে মানুষ হত্যা চলছে। আমাদেরকে প্রমাণ করতে হবে, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম।ধর্মজইন আলফালাহ মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাউছারসহ অনেকে ।