দেবী দুর্গার আগমন ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শেরপুরের কারিগররা
- আপডেট সময় : ০১:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৯৩৪ বার পড়া হয়েছে
আর কয়েকদিন পরই শারদীয় দুর্গাপূজা। দেবীদুর্গার আগমন ঘিরে ব্যস্ত শেরপুরের প্রতিমা তৈরির কারিগররা। দিন-রাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন একেকটি প্রতিমা। তবে, প্রতিমা তৈরি উপকরণের মূল্য বৃদ্ধি হলেও কাঙ্খিত মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ কারিগরদের। আবার কাজের মূল্য না থাকায় অনেকেই ছেড়ে দিয়েছেন এই পৈত্রিক পেশা।
শারদীয় দুর্গোৎসব কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের প্রতিমা তৈরির কারিগররা। দিন-রাত কাঁদা-মাটি দিয়ে একটু একটু করে নিপুণ হাতে তৈরি করছেন দেবীদূর্গার একেকটি প্রতিমা।
দেবীদূর্গার সাথে গড়েছেন কার্তিক, গণেশ, লক্ষী আর স্বরস্বতীর মূর্তি। এখন রোদে শুকিয়ে গেলে দেয়া হবে রং-তুলির আঁচড়।
কারিগরদের অভিযোগ–প্রতিমা তৈরির বাঁশ, খড়, মাটিসহ অন্য সব উপকরণের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি মজুরি। তারপরও ঐতিহ্য ধরে রাখতে এখনো একাজ করে যাচ্ছেন তারা। কেউ কেউ পৈত্রিক এই পেশা ধরে রাখলেও অনেকেই ছেড়েছেন পেশা, ঝুঁকেছেন অন্য কাজে।
আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা চাইলেন জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো জেলা, বললেন জেলা পুলিশ সুপার।
এ বছর শেরপুর জেলায় ১৫৬টি পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে জেলা সদরে ৭২, নালিতাবাড়ীতে ৩৬, নকলায় ২০, ঝিনাইগাতীতে ১৮ ও শ্রীবরদী উপজেলায় ১০টি মন্ডপ তৈরী করা হয়েছে। ১৪ অক্টোবর মহালয়া এবং ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।