প্রতিশ্রুতি আর আশ্বাসে আটকে আছে ফেনীর লালপোল ফ্লাইওভার নির্মাণ কাজ
- আপডেট সময় : ০১:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
প্রতিশ্রুতি আর আশ্বাসে আটকে আছে ফেনীর লালপোল ফ্লাইওভার নির্মাণ কাজ। অথচ স্থানীয়দের দাবীর মুখে ২০১৯ এর ফেব্রুয়ারিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন শিগগির শুরু হবে কাজ।কিন্তু দীর্ঘদিনেও আলোর মুখ না দেখায় চরম ভোগান্তিতে রয়েছেন এখানকার প্রায় ৫ লাখ মানুষ।
প্রতিদিন মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় সোনাগাজী উপজেলাসহ সদরের বেশকটি ইউনিয়নের লাখো মানুষ যাতায়াত করছেন।এতে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা, ঝড়ছে প্রাণ।
গড়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার পণ্যপরিবহণ ও গণপরিবহণ পারাপার হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে সময়।এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী,অসুস্থ রোগীসহ যাত্রীরা।
এদিকে, সড়ক বিভাগ জানায়, শহরের ট্রাংক রোড থেকে দেশের সর্ববৃহৎ সোনাগাজী বঙ্গবন্ধু শিল্পাঞ্চলের সাথে সংযোগ রেখে ফ্লাইওভারটি নতুন করে ফোর লাইন প্রকল্পের আওতায় সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।আর প্রাথমিক ভাবে একটি প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রতিশ্রুতি আর আশ্বাসে আটকে আ।অথচ স্থানীয়দের দাবীর মুখে ২০১৯ এর ফেব্রুয়ারিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন শিগগির শুরু হবে কাজ। কিন্তু লালপোল ফ্লাইওভার নির্মাণ কাজ হয়নি, চরম ভোগান্তিতে প্রায় ৫ লাখ মানুষ