প্রতিহিংসার রাজনীতিতে বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত : দুলু
- আপডেট সময় : ০৫:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
প্রতিহিংসার রাজনীতিতে বাংলাদেশ আজ ক্ষতবিক্ষত বলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটানোর আহ্বান জানান তিনি।
দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সম্বন্বয় সভায় তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে আওয়ামী লীগ আজ জনগণ থেকে বিছিন্ন হয়ে পড়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। হরণ করা হয়েছে বাক স্বাধীনতা। এসব বন্ধ করতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলেও মত দেন বিএনপির এই নেতা। জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদসহ নেতারা।