প্রতি ৬ মার্কিন নাগরিকের মনে করেন দেশটির গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে
- আপডেট সময় : ০২:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
প্রতি ৬ মার্কিন নাগরিকের মনে করেন…. দেশটির গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। প্রকাশিত এক জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালানোর এক বছর পর এমন জরিপ প্রকাশ করা হয়। কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জরিপে অংশ নেওয়াদের ৭৬ শতাংশ জানান, তাঁরা মনে করেন—যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশী হুমকির চেয়ে বড়। জরিপে অংশ নেয়া ৫৮ শতাংশ ব্যক্তি জানান, তাঁরা মনে করেন—সে দেশের গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। এ ক্ষেত্রে ৩৭ শতাংশ ভিন্নমত পোষণ করেন। এ ছাড়া ৫৩ শতাংশ মনে করছেন, সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে আরও বেশি রাজনৈতিক বিভাজন দেখতে হবে। এ ছাড়া কংগ্রেস ভবনে চালানো হামলার মতো যুক্তরাষ্ট্রে আর কোনো হামলার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে, জরিপে অংশ নেয়াদের ৫৩ শতাংশ জানান—এমন হামলার খুব বা কিছুটা আশঙ্কা রয়েছে।