প্রত্যেক উপজেলা থেকে বছরে অন্তত ১ হাজার মানুষকে বিদেশে পাঠানো হবে: বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রত্যেক উপজেলা থেকে বছরে অন্তত ১ হাজার মানুষকে বিদেশে পাঠানো হবে বলে অঙ্গীকার করেছে বর্তমান সরকার।
সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০১তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দালালের মাধ্যমে পাসপোর্ট বানালে প্রতারিত হওয়ার আশংকাই বেশি। তাই সরকারী নিয়ম অনুযায়ী পাসপোর্ট করতে প্রবাসী ও বিদেশগামীদেরপ্রতি আহবান জানান তিনি। এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
আশ্রয় প্রকল্প ও উপজেলা চত্ত্বর পুকুরে ৩৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা চত্ত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, মৎস্য দেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষার পাশাপাশি সকলের মাঝে মাছ চাষে আগ্রহ বাড়াতে হবে। বর্তমানে অনেক তরুণ চাষীরা পড়াশোনা শেষে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হচ্ছে। বাংলাদেশ এখন সবদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। খাল-বিল এবং নদ নদীতে অবৈধ ভাবে মাছ ধরা বন্ধ করতে হবে। দেশীয় মাছের ঐতিহ্য ফেরাতে হবে। প্রকল্পের আওতায় আরও ১০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে।