প্রথমবারের মতো নারীদের ভবিষ্যত সফরসূচী ঘোষণা করেছে আইসিসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো নারীদের ভবিষ্যত সফরসূচী ঘোষণা করেছে আইসিসি। আগামী তিন বছরে ২৪ ওয়ানডে ও ২৬ টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
২০২৫ সাল পর্যন্ত ১০ দল নিয়ে ঘোষিত সূচীতে প্রতি দলের জন্য চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ থাকবে। এই সূচীতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের সফর করবে বাংলাদেশের। যেখানে নিগার সুলতানারা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। এরপর শ্রীলঙ্কার সঙ্গে ৩ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি খেলবে টাইগ্রেসরা। ২০২৩ সালের জুনে ভারতকে আতিথ্য দেবার কথা বাংলাদেশের। সেখানেও খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। অক্টোবরে পাকিস্তান সিরিজ আর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় যাবে নিগার সুলতানারা। ২০২৪ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ এরপর ওয়ানডে বিশ্বকাপ দিয়ে তিন বছরের এফটিপি শেষ কবরে বাংলাদেশ।