প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করলো বাংলাদেশ। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো সাবিনা খাতুনের দল।
জোড়া গোল করেছেন কৃষ্ণা রানি সরকার, অন্যটি শামসুন্নাহারের। শিরোপা জিততে এদিন পণ করে মাঠে নেমেছিলো বাংলাদেশ। শুরুতেই আগ্রাসী ছোটন শিষ্যরা। গোল পেতেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ১৩ মিনিটে মনিকা চাকমার ক্রসে স্কোরশিটে নাম তোলেন সুপার সাব সামছুন নাহার জুনিয়র।
৪১ মিনিটে ফের দশরথ স্টেডিয়াম স্তব্ধ করে দেয় বাংলাদেশ। কৃষ্ণা রানি নিখুঁত ফিনিসিংয়ে বিরতির আগে ব্যবধান দ্বিগুন করে বাংলাদেশ ছোটনের দল। ৭০ মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় নেপাল। তবে সেই পালে হাওয়া দেয়নি সাবিনারা। উল্টো ৭৭ মিনিটে কৃষ্ণার দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে ইতিহাসের পাতায় বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে দিয়েছে ২৩ গোল।