প্রথমবারের মতো কুমিল্লা সিটি নির্বাচনের ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা

- আপডেট সময় : ০৬:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
দেশে প্রথমবারের মত সিসি ক্যামেরা বসিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রধান দুই প্রতিপক্ষের স্থানীয় এমপিকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে সিটি নির্বাচনের প্রচারণায়।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। আগামীকালকের মধ্যে এই কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার পর্যবেক্ষণে থাকবে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার। এছাড়া সিসি ক্যামেরায় পুরো নির্বাচন পর্যবেক্ষণ করবেন রিটানিং কর্মকর্তা।
এতদিন নিরুত্তাপ কুমিল্লা সিটির ভোটের মাঠে হঠাৎই ছড়িয়েছে উত্তাপ। জনসমর্থনের পেছনে ছোটাছুটি ছিলো প্রার্থীদের। কিন্তু হঠাৎই বদলে গেছে কুমিল্লা সিটি নির্বাচনের ভোটের মাঠের চিত্র।
প্রচারণার শেষ দিকে এসে প্রধান দুই প্রার্থীই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয় সংসদ সদস্য ইস্যুতে। নগরীর চকবাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমে মনিরুল হক সাক্কু অভিযোগ তুলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার পরও কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়েননি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
জবাবে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, স্থানীয় এমপিকে বিনা কারণে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্দেশনার পরেও স্থানীয় সংসদ সদস্য এখনও এলাকায় অবস্থান করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনের এমন কড়াকড়ি অবস্থানে অনেকটা স্বস্তি ফিরেছে ভোটারদের মাঝে। এখন অপেক্ষা শুধু সুষ্ঠু একটি নির্বাচনের।