প্রথমবারের মতো তালেবানের পক্ষে মিছিল করলো আফগান নারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো তালেবানের পক্ষে মিছিল করলো আফগান নারীরা। শনিবার কাবুল বিশ্ববিদ্যালয়ের এডুকেশন সেন্টারে নাইন ইলেভেন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তালেবানকে সমর্থনের কথা জানান তারা।
তালেবান মুজাহিদিনের আচরণে আফগান নারীরা সন্তুষ্ট। তালেবানের বিরুদ্ধে প্রতিবাদকারীরা আফগান নারীদের প্রতিনিধিত্ব করে না বলে জানিয়ে দিয়েছে মিছিলকারীরা। অনুষ্ঠান শেষে রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে তালেবানের পক্ষে স্লোগান দেন তারা। গত ১৫ আগস্ট কাবুল পতনের পর আফগানিস্তানের বেশ কয়েকটি জায়গায় তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা গেছে অনেক আফগান নারীকে। বিক্ষোভকারীরা নারী অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আরও বৃহত্তর স্বাধীনতার দাবি তুলেছে।