প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি সচেতন নাগরিক সমাজের
- আপডেট সময় : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৯২২ বার পড়া হয়েছে
প্রথম আলোকে স্বাধীনতার চেতনাবিরোধী আখ্যা দিয়ে পত্রিকাটির নিবন্ধন বাতিল ও সংবাদ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টদের শাস্তি চেয়েছে সচেতন নাগরিক সমাজ। কেন্দ্রীয় শহীদ মিনারে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন বিশিষ্টজনরা।
ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনও সক্রিয় থেকে নানা ধরনের অপপ্রয়াস চালাচ্ছে, অভিযোগ করে এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা-সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিক্ষক, সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাংবাদিকসহ অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, একটি বিশেষ পটভূমি তৈরির উদ্দেশ্যেই স্বাধীনতা দিবসে আলোচিত সংবাদ ও আলোকচিত্রটি প্রচার করেছে প্রথম আলো। আর এই সংবাদটিকে স্বাধীনতার মর্যাদার উপরে আঘাত বলে মন্তব্য করেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি।
প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিলসহ বিভিন্ন শ্লোগান আর ব্যানার ফেস্টুনে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর। এসময় স্বাধীনতাকে কলুষিত ও প্রশ্নবিদ্ধ করতেই সংবাদটি পরিকল্পনার ফসল বলে দাবি করেন অনেকে।
যারা স্বাধীনতা-সার্বভৌমত্বকে কটাক্ষ করছে, অপমান করছে ৩০ লাখ শহিদের আত্নত্যাগকে…. তাদের বিচারে কঠিন আইন প্রয়োগের দাবি জানান বিশিষ্টজনেরা।