প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
- আপডেট সময় : ০২:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
চেস্টার-লে-স্ট্রিটে টস জিতে ব্যাট করতে নেমে ভ্যান-ডার ডুসেন ও এইডেন মারক্রামের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩৩ রানের বড় সংগ্রহ পায় দক্ষিন আফ্রিকা। ৬১ বলে ৭৭ রান করেন মারক্রাম। ওয়ানডে ক্যারিয়ারে নিজের তৃতীয় শতক তুলে নেন ভ্যান-ডার ডুসেন। ১১৭ বলে ১৩৪ রান করেন এই প্রোটিয়া ব্যাটার। এছাড়া ৫৭ রান আসে জান্নেমানের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে ইংল্যান্ড। জ্যাসন রয় ও জনি ব্যারিস্টোর উদ্ভোধনী জুটিতে আসে ১০২ রান। ৪৩ করে জ্যাসন রয় ও ৬৩-তে ব্যারিস্টো ফিরে গেলে ম্যাচের হাল ধরেন জো রুট। এক পাশ আগলে রেখে ব্যাট করেন এই ইংলিশ তারকা। তবে রান পাইনি আর কোন ব্যাটার। বাকিদের যাওয়া আসার মিছিলে ২৭১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৮৬ রান আসে রুটের ব্যাট থেকে।