প্রথম দিনে ২৭২ রানে অল আউট নর্থ জোন
- আপডেট সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে বিসিএলের তৃতীয় রাউন্ডের প্রথম দিনে ইষ্ট জোনের বিপক্ষে ২৭২ রানে অল আউট নর্থ জোন। জবাবে ২ উইকেট হারিয়ে ৩ রানে দিন শেষ করেছে ইষ্ট জোন। অন্যম্যাচে, সাউথ জোনের বিপক্ষে ২৩৫ রানে অল আউট সেন্ট্রাল জোন। জবাবে ২ উইকেটে ২৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে সাউথ জোন।
মুশফিকের সেঞ্চুরিতে ভর করেও, দলীয় সংগ্রহটা বড় হয়নি নর্থ জোনের। নর্থ জোনের হয়ে ১৪০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৫৭ বলের ইনিংসে ১৬টি চার আর ১টি ছক্কা হাঁকান তিনি। অধিনায়ক নাইম ইসলাম ৩১, ওপেনার রনি তালুকদার ২৮ আর সানজামুল ইসলামের ব্যাট থেকে আসে ২৯ রান। ৮২ ওভার ৪ বলে নর্থ জোন অলআউট হয়েছে ২৭২ রানে। জবাবে ৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে ইস্ট জোন। পিনাক ঘোষ ৩ আর মোহাম্মদ আশরাফুল শুন্য রানে সাজঘরের পথ ধরেন। এদিকে, একই স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে সেন্ট্রাল জোন আর সাউথ জোনের মধ্যকার অপর ম্যাচে ব্যাট হাতে একাই লড়লেন মার্শাল আইয়ুব। সেন্ট্রাল জোনের হয়ে ১১৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। সাইফ হাসান ১ আর শান্ত করেন মাত্র ৮ রান। ১৮৬ বল মোকাবেলায় ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় মার্শাল আইয়ুব করেন ১১৬ রান। জবাবে, ২ উইকেটে ২৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে সাউথ জোন। শাহরিয়ার নাফীস ১০ আর ইরফান শুক্কুর ৩ রানে ফেরেন সাজঘরে।