প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন কাল
- আপডেট সময় : ০৯:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন কাল। পৌরসভায় ভোট নেয়া হবে ইভিএমে। রোববার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছুতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকা ও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মোতায়ন রয়েছে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য।
প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন কাল। রোববার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছুতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনী এলাকা ও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মোতায়ন রয়েছে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য।
চুয়াডাঙ্গায় নির্বাচনী এলাকার ৩৩টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে। এই প্রথম পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে ভোট নেয়া হবে। ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিললাল হোসেন বেল্টু মারা যাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
কুড়িগ্রামে ভোটকেন্দ্রে সামগ্রী বিতরণ শেষ হয়েছে। জেলার সরকারী মহিলা কলেজ মাঠে ২৪টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সামগ্রী বুঝে নিয়েছে। নির্বাচনে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
প্রথমবারের মতো কুষ্টিয়ার খোকসায় ভোট নেয়া হবে পৌর নির্বাচনে। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। একজন নির্বাহী ম্যজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসার, রেব ও বিজিবি টহল দল যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে।
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইভিএমসহ নির্বাচনে ব্যবহৃত সকল কাগজপত্র কেন্দ্রে পৌঁছে গেছে। আইনশৃঙখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। পৌরসভায় ৫৬ হাজার ২শত ২জন ভোটার ভোট দেবেন।
প্রথম ধাপে নেত্রকোনার মদনের নির্বাচন সুষ্ঠ করতে দুই প্লাটুন বিজিবি, ৪ গাড়ী রেব, আনসারসহ প্রতিটি কেন্দ্রে ৯ জন করে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া, পঞ্চগড় সদর, পীরগঞ্জ, ফুলবাড়ী, বদরগঞ্জ, পুঠিয়া, কাটাখালি, শাহজাদপুর, চাটমোহর, চালনা, বেতাগী, কুয়াকাটা, উজিরপুর, বাকেরগঞ্জ, গফরগাঁও, ধামরাই, দিরাই, বড়লেখা, শায়েস্তাগঞ্জ ও সীতাকুণ্ডে সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।