প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ০১:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকা ও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মোতায়ন রয়েছে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য। শীতের কারণে বেশির ভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেছে কম। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কড়া নিরাপত্তায় ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায়। নির্বাচনে মেয়র পদে ২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২১ জন প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা।
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ পৌরসভা ভোটগ্রহণ চলছে। ইভিএমএ এবার প্রথম ভোট দিতে পেরে অনেকেই খুশি। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ পৌরসভার মোট ভোটার ২১ হাজার ১শ ৭৯জন আর মোট ভোট কেন্দ্র-৯টি।
প্রশাসনের কড়া নজরদারীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কুয়াকাটা পৌরসভায় দ্বিতীয়বারের মত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৯টি ওয়ার্ডে মোট আট হাজার ১শ ২২জন ভোটাধিকার প্রয়োগ করছেন।
প্রথম ধাপে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএমে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। ৬ জন মেয়র, কাউন্সিলর ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌষের শীতের তীব্রতায় মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্রে ভোটারদের একটু দেরিতে আসতে দেখা দেখা গেছে।
অন্যদিকে, পঞ্চগড় পৌরসভায় ভোটের প্রথম প্রহরে কেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিতি দেখা গেছে। ইভিএমের মাধ্যমে ১৫টি কেন্দ্রে ৯৭ বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। এদিকে, ঐ পৌরসভায় নির্বাচন কমিশনের গাড়ী ভাংচুরের খবর পাওয়া গেছে। এসময় এক পুলিশ সদস্য আহত হন।
চুয়াডাঙ্গা পৌরসভায় মোট ভোটার ৬৭ হাজার ৮০৮ জন। ৯টি ওয়ার্ডে ৩৩টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় ২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে।
ইভিএমে ৫ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ জনকে নির্বাচিত করতে সকাল থেকেই ভোটকেন্দ্রে গেছেন ৫৬ হাজার ৩শ ৯৫ জন।