প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার বিচার শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার শুরু করেছে আদালত। এসময় প্রদীপ কুমার দাশ আদালতে উপস্থিত ছিলেন। স্ত্রী চুমকি এখনও পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই আদেশ দেন। আইনজীবী জানান, দুদকের দেয়া চার্জশীটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে আদালত প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয়। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ। ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করা হয়।