প্রদীপ ও লিয়াকতের ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে
- আপডেট সময় : ০৫:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে।
মঙ্গলবার দুপুরে হাইকোর্টের ডেসপাস শাখায় নথি পৌঁছায়। সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা জানান, দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিলের সুযোগ রয়েছে। সাধারণ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর একসঙ্গে শুনানির কথা রয়েছে। এর আগে গত রোববার আলোচিত সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ২৮৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ৩১ জানুয়ারি অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই বছরের ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।