প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করলে, কাউকে ক্ষমা করা হবে না
- আপডেট সময় : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ করলে, কাউকে ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুদ্ধি অভিযানের সাথে সংগতি রেখে, নেতা নির্বাচন করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের প্রতি নির্দেশ দেন তিনি। স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সম্মেলন শুরু আগে, দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলন হয় রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গনে। সম্মেলন শুরুর আগে, উপস্থিত নেতা কর্মীদের দুটি গ্রুপের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়। সভাপতি পদপার্থী ফরিদুর রহমান ইরান ও মোহাম্মদ ইসহাকের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে, সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, শেখ হাসিনা ও নূর হোসেনকে নিয়ে কেউ কেউ কটাক্ষ এবং ষড়যন্ত্র করছে। এসব সহ্য করা হবে না।
তিনি বলেন, দলের মধ্যে সন্ত্রাস ও আত্মঘাতমূলক কাজ করা যাবে না। নেতিবাচক রাজনীতির কোন স্থান আওয়ামী লীগে নেই।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ১১ জন ও সাধারন সম্পাদক পদে ১৮ জনের প্রার্থীতা ঘোষনা করলেও, চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১৬ নভেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের পর।