প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে আ’লীগ
- আপডেট সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। এসময় নেতাকর্মীরা বলেন, হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতার করতে হবে।
রংপুর বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে রংপুর প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলসহ অন্যরা।
একই প্রতিবাদে সিলেটে মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিকেলে সিলেটের রেজিস্ট্রার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। সকালে নগরীর শিববাড়ীর দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
নীলফামারীতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। দুপুরে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনারয় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী মৎসজীবি লীগ। মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাভারেও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রদক্ষিন করে।