প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে ঈদ করবেন চার হাজার ৩২১টি দরিদ্র পরিবার
- আপডেট সময় : ০৯:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৮০১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাড়িতে এবার ঈদ করবেন রাজশাহীর চার হাজার ৩২১টি দরিদ্র পরিবার। নিজের বাড়িতে এটিই তাদের প্রথম ঈদ। ঈদ আনন্দের সাথে বাড়ি পাওয়ার বাড়তি আনন্দও যোগ হয়েছে তাদের।
গেল মাসেই রাজশাহী জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েক ধাপে রাজশাহীর বিভিন্ন উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গড়ে তোলা হয় পাকা বাড়ি। প্রধানমন্ত্রী ঘোষিত এই আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছেন জেলার চার হাজার ৩২১টি দরিদ্র পরিবার। ফলে এখন স্বাচ্ছ্বন্দে বাস করতে পারছেন বলে জানান এখানকার বাসিন্দারা।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি উপহার পেয়ে হাসি ফুটেছে অসহায় ও দরিদ্র এই পরিবারগুলোর মুখে। তাদের এবারের ঈদের আনন্দও অন্যরকম। কারণ এবারই প্রথম ঈদ করছেন নিজের বাড়িতে।
প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে কোনো পরিবার ভূমিহীন-গৃহহীন হয়ে পড়লে তাদেরও পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার- এমনটই জানালেন শামীম আহমেদ।