প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ ‘শুভঙ্কারে ফাঁকি’: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজকে ‘শুভঙ্কারে ফাঁকি’ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যাংক ঋণনির্ভর এসব প্যাকেজে ক্ষতিগ্রস্থরা বঞ্চিত হবেন। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন একথা বলেন বিএনপি মহাসচিব। ত্রাণ বিতরণে সরকারি দলের লুটপাটের ঘটনায় উদ্বেগ জানিয়ে, পরিস্থিতিতে মোকাবিলায় জাতীয় ট্রাস্কফোর্স গঠনের আহ্বান জানান তিনি।
রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সম-সাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব।
করোনার প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী সর্বমোট ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের সমালোচনা করে তিনি বলেন, প্যাকেজে বরাদ্দে বৈষম্য থাকায় ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হবেন।
ত্রান বিতরনে ব্যাপক অনিয়মের পাশাপাশি সরকারি দলের লোকজন চাল ও তেল চুরির মহোৎসবে নেমেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চলমান আর্থিক সংকট মোকাবিলা ও সুষ্ঠুভাবে ত্রান বিতরণে ট্রাস্কফোর্স গঠনের দাবি জানান তিনি।
সরকার ঘোষিত ব্যাংকের ঋণভিত্তিক প্রণোদনা প্যাকেজের পরিবর্তে, বাজেটের সরকারি তহবিল থেকে বিশেষ অর্থ বরাদ্দের আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।