প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ‘পাকা ঘর’ পেয়েছেন দানশীল ভিক্ষুক নাজিম উদ্দিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার ‘পাকা ঘর’ পেয়েছেন শেরপুরের ঝিনাইগাতীর গান্ধিগাঁও গ্রামের সেই দানশীল ভিক্ষুক নাজিম উদ্দিন।
দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব ওই ঘরের চাবি তার হাতে তুলে দেন। ভিক্ষা করে ঘর মেরামতের জন্য জমানো ১০ হাজার টাকা করোনার দুঃসময়ে কর্মহীন মানুষের জন্য গত ২১ এপ্রিল ত্রাণ তহবিলে দান করে প্রধানমন্ত্রীর নজরে আসেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ২২ এপ্রিল নাজিম উদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রী।