প্রধানমন্ত্রীর সাথে ভোট দেন তার কন্যা ও বোন শেখ রেহানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে ভোট দেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা।
ভোট প্রদান শেষে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, মানুষ যাকে ইচ্ছা তাকেই ভোট দিক, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুক।
তিনি বলেন, এই নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছেন। বিএনপি একটি সন্ত্রাসী দল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। এই দলের জন্মই হয়েছে মিলিটারি ডিকটেটরের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে। ভোট কারচুপি করা, ভোট কেড়ে নেয়া এটিই বিএনপির চরিত্র। তবে তারা এই সুযোগ এখন পাচ্ছে না। এ জন্যই তারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে।