প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কেউ বিশ্বাস করে না : মোশাররফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেশে-বিদেশে কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইসু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি। তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কারণ রাজনীতি থেকে তাদের দূরে রাখা। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলন বন্ধ করতে সরকার বিভিন্ন আইনীপন্থা অবলম্বন করছে। ব্যবহার করছে দুদককে। সবজায়গায় ব্যর্থ বলেই সরকারের বিদায়ের ঘন্টা বেজে গেছে। ফলে বিএনপির আন্দোলন দমন করতে বিভিন্ন পন্থা নিচ্ছে সরকার। গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ড. মোশাররফ বলেন, আগেও এই সরকারের অধীনে নির্বাচন দেখেছে জনগণ।যারা ভোট চুরি করে গায়ের জোরে ক্ষমতায় আছেন, তাদের কথা জনগণ বিশ্বাস করেনা।