ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র চলছে : পাকিস্তানের তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে একথা জানানো হয়।
এর পরপরই ইমরান খানের নিরাপত্তা জোরদার করা হয়। যদিও এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সম্প্রতি ইমরান খানের দল- পিটিআই’র পক্ষ থেকেও অভিযোগ করা হয়, দেশকে বিক্রি করে দিতে রাজি না হওয়ায় তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। এদিকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে ইমরান খান জানান, তিনি অনাস্থা ভোটের আগে পদত্যাগ করবেন না। একই সঙ্গে যারা তার বিরুদ্ধে গেছেন, তাদের ক্ষমা না করার কঠিন হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, শেষ শক্তি পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালাবেন তিনি।