প্রধানমন্ত্রী ও বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার দেশে লুটপাটের রাজত্ব তৈরি করে মানুষের সব আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরো বলেন, ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিৎ। এ সময় সরকারের বিরুদ্ধে নানা ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন বিএনপির শীর্ষ নেতারা।
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা অংশ নেন।
এ সময় নিবার্চনে নানা অনিয়ম তুলে ধরে সরকার পতনের আন্দোলনে দেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা ।
মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
জাতীয় নির্বাচনের মতো এখন স্থানীয় সরকার নির্বাচনে একইভাবে তারা ভোট লুট করে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নেতাকমীর্রা হামলা- মামলার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।