প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৭৬২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ। তাদের আন্দোলন সুদুরপরাহত, দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। বলেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকার নাকি দেউলিয়াত্বের শেষ পর্যায়ে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার সরকার নয়, বিএনপি’র রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো। তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পরবে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, যে কোন জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষে সাথে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।